Description
ছবির মতো সুন্দর স্টাইলস কোর্টে বেড়াতে এলেন ক্যাপ্টেন হেস্টিংস বন্ধু জন ক্যাভেনডিসের আহ্বানে। আকস্মিক ভাবে খুন হলেন জনের সৎমা স্টাইলস কর্ত্রী এমিলি ইঙ্গেলথর্প। সমাধানে এগিয়ে এলেন হেস্টিংসের পুরোনো বন্ধু পোয়ারো। রহস্য, বিশ্বাসঘাতকতা, প্রেম, হত্যা নিয়ে জমজমাট ইংল্যান্ডে পোয়ারোর প্রথম তদন্ত। এরকুল পোয়ারোর শতবর্ষ উপলক্ষে কল্পবিশ্বের শ্রদ্ধার্ঘ্য।
সায়ক দত্ত চৌধুরীর অনুবাদে প্রকাশিত হল মন্তাজ থেকে। পাওয়া যাচ্ছে কলেজস্ট্রিটের অরণ্যমনে।