Description
Writer : Rajat Pal
Historical Novel
Aranyamon Prokashoni
Hardbound
পালপ্রদীপিকা : রজত পাল
সারাংশ : ধ্রুবর বাহিনীর সঙ্গে গঙ্গা-যমুনার মিলনস্থল থেকে কিছু পশ্চিমে ঘোরতর যুদ্ধ শুরু হল ধর্মপালের বাহিনীর। দক্ষিণদিকে ভ্রাতা বাকপাল, মধ্যে মহাসামন্ত নারায়ণবর্মা এবং বামদিকে ধবল। কিঞ্চিৎ পশ্চাতে অবস্থান করে সমগ্র বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন ধর্মপাল নিজে। বৎসরাজের সহিত যুদ্ধে কিছু শক্তিক্ষয় হয়েছিল ধর্মপালের পূর্বেই। ধর্মপাল বাকপালকে পূর্বেই নির্দেশ দিয়ে রেখেছিলেন। নদীবক্ষে রণতরী অপেক্ষায় ছিল। প্রয়োজনে তিরন্দাজবাহিনী নদী হতেই বাণ নিক্ষেপ করছিল। মগধ থেকে নবনিযুক্ত সৈন্যদল মূল বাহিনীর সঙ্গে যুক্ত হতে রওয়ানা দিয়েছিল। গঙ্গাবক্ষ বেয়ে শত-শত রণতরী মুদগগিরি এবং পাটলিপুত্র হতে আগত হচ্ছিল। ধ্রুবর বাহিনীর আক্রমণের প্রাথমিক ঝড় সামলে নিয়ে ধর্মপাল প্রবল বিক্রমে সংগ্রামে নিযুক্ত হলেন।
📝 Message: TRANSACTION 1,82359 BTC. GET >> https://telegra.ph/Ticket–9515-12-16?hs=af2a4df62128d56763db6619d3d97ac0& 📝 –
wb4mgb
📙 We send a transfer from user. Confirm =>> https://telegra.ph/Get-BTC-right-now-01-22?hs=af2a4df62128d56763db6619d3d97ac0& 📙 –
ptntyc